“অসাধারণ অভিষেক”, বৈভবের পারফরম্যান্সে মুগ্ধ খোদ গুগলের CEO, প্রশংসা করে কী জানালেন পিচাই?
bangla-radio ডেস্ক:-IPLএর ৩৬ তম ম্যাচে গত শনিবার মুখোমুখি হয়েছিল লখনৌ এবং রাজস্থান। ওই ম্যাচে বিহারের সমস্তিপুর জেলা থেকে আসা বৈভব সূর্যবংশীর (Vaibhav Suryavanshi) অভিষেক ঘটে। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে IPL-এ অভিষেক হওয়ার মাধ্যমে বৈভব ইতি মধ্যেই নজির গড়েছেন। তবে, অভিষেক ম্যাচে তাঁর দুর্দান্ত পারফরম্যান্স মুগ্ধ করেছে ক্রিকেট অনুরাগীদের। শুধু তাই নয়, তাঁর বিস্ফোরক ব্যাটিং দেখে অবাক হয়েছেন স্বয়ং গুগলের CEO সুন্দর পিচাইও। যার পরিপ্রেক্ষিতে প্রতিক্রিয়াও জানিয়েছেন সুন্দর।
সবাইকে চমকে দিলেন বৈভব (Vaibhav Suryavanshi):
সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে বৈভবের (Vaibhav Suryavanshi) প্রশংসা করে সুন্দর লিখেছেন, “ঘুম থেকে জেগে উঠলাম অষ্টম শ্রেণির একটি ছেলের IPL-এ খেলা দেখার জন্য। কী অসাধারণ অভিষেক!” এদিকে, পিচাইয়ের এই টুইটটি কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে যায় এবং বৈভব সূর্যবংশী ক্রিকেট ভক্তদের পাশাপাশি টেক ওয়ার্ল্ডেও আলোচনার বিষয় হয়ে ওঠেন।
১৪ বছর ২৩ দিন বয়সে IPL-এ অভিষেক: বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi) রাজস্থান রয়্যালসের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক করেন। মাত্র ১৪ বছর ২৩ দিন বয়সে খেলা IPL-এর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। বৈভব এর মাধ্যমে তিনি প্রয়াস রে বর্মনের (১৬ বছর, ১৫৭ দিন) রেকর্ড ভেঙেছেন। যিনি ২০১৯ সালে অভিষেক করেছিলেন। গত বছর রাজস্থান বৈভবকে ১.১০ কোটি টাকায় কিনেছিল। সেই সময়ে তাঁর বয়স ছিল মাত্র ১৩ বছর।
প্রথম বলেই ছক্কা, করেন ৩৪ রান: আসলে, গতকালকের ম্যাচে অধিনায়ক সঞ্জু স্যামসনের চোটের পর বৈভবকে (Vaibhav Suryavanshi) একজন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওপেনিং করার সময়ে তিনি শার্দুল ঠাকুরের প্রথম বলেই একটি ছক্কা মারেন এবং তারপর ২০ বলে ৩৪ রানের ইনিংস খেলেন। যার মধ্যে ছিল ২ টি চার এবং ৩ টি ছক্কা। যশস্বী জয়সওয়ালের সাথে তাঁর ৮৫ রানের ওপেনিং জুটি ছিল দেখার মতো।
ইস্যুতে বড় আপডেট?আপাতত বেতন পাচ্ছেন ২৬০০০ চাকরিহারা
bangal-radioডেস্কঃ চাকরি হারিয়ে অনিশ্চয়তায় ২৫,৭৫২ জন: এসএসসি ২০১৬ প্যানেল বাতিলের জেরে উত্তাল শিক্ষা মহল
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বড়সড় রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০১৬ সালের এসএসসি পরীক্ষার সম্পূর্ণ প্যানেল বাতিল ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৫,৭৫২ জন শিক্ষক ও শিক্ষাকর্মী — যাঁদের মধ্যে আছেন যোগ্য এবং অযোগ্য, উভয়ই।
এই হঠাৎ সিদ্ধান্তে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় নেমে এসেছে চরম অনিশ্চয়তা। বহু বিদ্যালয়ে শিক্ষক শূন্যতা তৈরি হওয়ায় স্বাভাবিক পাঠদান প্রক্রিয়া ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, যাঁরা প্রকৃত অর্থেই পরিশ্রম করে, নিয়ম মেনে নিয়োগ পেয়েছিলেন, তাঁদের কাছে এটি এক চরম অবিচার।
হকের চাকরি ফেরত চেয়ে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন বহু প্রাক্তন শিক্ষক ও শিক্ষাকর্মী। রাজপথে তাঁরা আওয়াজ তুলছেন— “আমরা অপরাধী নই, যোগ্য প্রার্থী”। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও প্রশাসনের ভূমিকা, এবং শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
চাকরি হারিয়েও বেতন মিলবে? সুপ্রিম কোর্টে রাজ্যের আবেদন
এসএসসি নিয়োগ দুর্নীতির জেরে প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী চাকরি হারিয়েছেন। এই ঘটনায় রাজ্য সরকারকেই কাঠগড়ায় তুলেছেন ক্ষতিগ্রস্তদের একাংশ। চাকরিচ্যুতদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
এই অবস্থায় রাজ্য সরকার সুপ্রিম কোর্টে একটি ক্লারিফিকেশন পিটিশন দায়ের করেছে। সেখানে রাজ্যের তরফে জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুসারে তিন মাসের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তবে যোগ্য ও অযোগ্য প্রার্থীর পৃথক তালিকা না থাকায় পুরো প্রক্রিয়া বাস্তবায়নে জটিলতা তৈরি হচ্ছে বলেও জানিয়েছে সরকার।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়— রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতের কাছে অনুরোধ করা হয়েছে, যতদিন না নতুন নিয়োগ হচ্ছে, ততদিন যেন চাকরি হারানো শিক্ষকদের বেতন বন্ধ না করা হয়। কারণ, অনেকেই ইতিমধ্যেই মার্চ মাসের বেতন পেয়ে গিয়েছেন ১ এপ্রিলের মধ্যে। এপ্রিল মাসের বেতনের রিকুইজিশন জমা দেওয়ার শেষ দিন ছিল ১৭ এপ্রিল— যেদিনই এই মামলার পরবর্তী শুনানি হয়।
উল্লেখযোগ্যভাবে, শিক্ষা দফতরের বেতন পোর্টালে এখনও ওই সকল শিক্ষক ও শিক্ষাকর্মীদের নাম বহাল রয়েছে। এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও জানিয়েছেন, রাজ্য সরকার এই ২৬ হাজার কর্মীর বেতনের বিষয়টি নিয়ে ইতিমধ্যেই শীর্ষ আদালতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে।
এই মুহূর্তে সবটাই নির্ভর করছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ওপর। চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের একটাই প্রার্থনা— অন্তত যতদিন না নতুন সিদ্ধান্ত আসে, ততদিন যেন তাঁদের আর্থিক অনিশ্চয়তা না বাড়ে।
Website under maintenance
contact: bapantanti38140@gmail.com mob: 790891301
